নিউ কুচবিহারে ছাত্র খুনের ঘটনায় জড়িত সন্দেহে আটক এক
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ৬ই জানুয়ারি ২০১৮: একাদশ শ্রেনীর ছাত্র সৌরভ দে খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবক কে গ্রেপ্তার করলো কুচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। আজ এক সাংবাদিক সম্মেলন করে এ খবর জানান জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে। তিন দিন নিখোঁজ থাকার পর গত ১লা জানুয়ারী কোচবিহার শিবযজ্ঞের বাসিন্দা একাদশ শ্রেনীর ছাত্র সৌরভ দের মৃত দেহ উদ্ধার হয় নিউ কোচবিহার বাইশগুড়ী মরা তোর্ষার ব্রীজের নিচ থেকে। সৌরভকে যে খুন করে ঐ স্থানে ফেলা হয়েছে, মৃত দেহ দেখেই প্রাথমিক অনুমান ছিলো পুলিশ প্রশাসনের। পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডের ত্বত্যাবধানে তদন্তে নামে পুন্ডিবাড়ি থানার পুলিশ। বেশ কয়েকজন কে আটক করলেও, জিজ্ঞাসাবাদের পর তদের ছেড়ে দেওয়া হয়। তদন্তের স্বার্থে বিশেষ কিছু না জানালেও পুলিশ সুপার জানান, মহিষবাথান হাতকাটা কলোনীর বাসিন্দা আইদুল হোসেন নামে এক যুবক কে গ্রেপ্তার করা হয়েছে। আইদুল কে জিজ্ঞাসাবাদ করে খুনের সাথে আরো কেউ যুক্ত আছে কিনা বা কি কারনে সৌরভ কে খুন করা হল, তা নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মনে করেন। স্থানিয় সূত্রে জানা যায় মৃত সৌরভের বাবার নার্সারীতে কাজ করত ধৃত আইদুল। সৌরভ মাঝে মধ্যেই তার বাবার ফুলের নার্সারীতে যেত, আর সেখানেই তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
ফাইল ছবি