মেখলীগঞ্জ পুলিশের অভিযানে নিখোঁজ নাবালিকা ছাত্রী উদ্ধার
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ৩১শে ডিসেম্বর ২০১৭: নিখোঁজ নাবালিকা স্কুল ছাত্রীকে পুলিশি অভিযানে ফিরে পেলেন পরিবার৷ কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চাঙ্গারাবান্ধার ঘটনা৷ প্রসঙ্গত যে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৫৪ নগর চ্যাংরাবান্ধার বাসিন্দা শ্রী মুন্না প্রসাদ কানু এবং তার এক মাত্র মেয়ে জ্যোতি কানু অষ্টম শ্রেণীতে পাঠ্যেরত। গত ৬ই নভেম্বর ২০১৭ থেকে বিদ্যালয় থেকে বাড়ি যাবার পথে নিখোঁজ হয়৷ একাধিক সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেবার পাশাপাশি বহু খোজার খোঁজাখুঁজির পরেও মেয়েকে খুঁজে না পেয়ে তার পরিবার হতাস হয়ে পড়েন। সম্প্রতি এই খবর বেশ কিছু সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল নেটওয়ারকিং সাইটে ছবি সহকারে প্রকাশ হওয়ায় তাকে পেতে সহজ হয়ে ওঠে৷ প্রায় দুই মাস ধরে নিখোঁজ মেয়েটি কে অপরিচিত এক যুবক শিলীগুড়ির কোন এক জায়গায় গোপন করে রাখে বলে জানা যায়৷ এরপর নিখোঁজ জ্যোতি কানুর খবর সব দিকে ছড়িয়ে পরে৷ নাবালিকা ওই মেয়েটিকে চ্যাংরাবান্ধা তেলিপাড়া মুঠিয়া মুজদুর কমিটির সভাপতি তথা তৃনমুল কংগ্রেস দলের শ্রমিক সংগঠনের নেতা শ্রী রহিম আলী তার ছবি দেখে মেয়েটিকে চিনতে পারে এবং মেখলিগঞ্জ থানায় খবর দেয়। মেখলিগঞ্জ পুলিশের অফিসার শ্রী অজিত কুমার সাহ বলেন – একটানা তল্লাশি অভিযান চালানোর পরে মেয়েটিকে উদ্দ্বার করা সম্ভব হয়েছে। তাছাড়াও এতদিন ধরে মেয়েটি কি কারণে শিলিগুড়িতে লুকিয়ে রাখা হয়েছে? এর সাথে কারা কারা যুক্ত? এই সব কিছুর তদন্তে পুলিশ নেমেছে বলে জানা যায়।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)