বিতর্কিত তৃনমূল ব্লক সভাপতি পদ নিয়ে জলঘোলা মেখলীগঞ্জে টি.এম.সি তে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ২১শে ডিসেম্বর ২০১৭: রাজ্যে ব্লক সভাপতি হীন একমাত্র মেখলিগঞ্জ ব্লকে ব্লক সভাপতি পদের বিতর্ক ও গোষ্ঠী কোন্দল যখন চরম শিখরে, ঠিক এই সময় উন্নয়ন মন্ত্রীর বার্তার দিয়ে পাখির চোখ মেখলিগঞ্জ ব্লকের তৃণমূল শিবির, যদিও সভাপতি পদের মনোনীত পদের ঘোষনার ও দায়িত্ব অর্পণ এর দায় ভার বিনয় কৃষ্ণ বর্মণ ও উদয়ন ঘুহর ওপরে৷ বেশ কয়েক দিন আগে মেখলিগঞ্জে কমিটি গঠন কে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থায় বিক্ষোভের মুখে পড়তে দেখা যায় উদয়ন ঘুহকে৷ সেদিন ঘোষনা হয়নি কোন পদের৷ খুবেই দ্রুত পদের নাম ঘোষনা করা হবে এবং তা নবান্ন থেকেই অনুমোদিত হবে৷ এই পরিস্থিতিতে গত কয়েক দিন ধরে ব্লক তৃণমূল শিবিরে থম থমে পরিবেশ চলছে -এমন তাই মণে করছে রাজনৈতিক মহল৷ এদিন মেখলিগঞ্জের বিষয়ে এক সাক্ষাতকারে মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ স্পষ্ট করে জানিয়ে দেন – যারা সঠিক রাজনীতির কদর বোঝে এবং দীর্ঘ অভিজ্ঞতা আছে, ওনাকেই দেয়া হবে সভা পতি পদের দায়িত্ব, তবে উদয়ন বাবু ও বিনয় কৃষ্ণ বর্মণ ওনারা পরিস্থিতি খতিয়ে দেখেই একটা বিশেষ বৈঠক করে কমিটি তালিকা প্রকাশ করা হবে৷ আগামী কয়েক দিনের মধ্যে হলদিবাড়ির বৈঠক শেষ করে খুবেই দ্রুত তালিকা প্রকাশ করা হবে৷ অন্যদিকে – জলঘোলা পরিস্থিতিতে প্রাক্তন ব্লক সভাপতি লক্ষীকান্ত সরকার এখনও গুরুতর অসূস্ত ,এবং প্রকাশ্য ছুরি চালনোর অভিযোগে অভিযুক্ত বর্তমান ব্লক সভাপতি জেলে আছেন৷ এই অবস্থায় ঠিক কার ওপরে সভাপতির দায়িত্ব পড়বে তা কিন্তূ এখন ও ধোঁয়াশার মধ্যেই৷ তবে, জানা যায়, ব্লক তৃণমূল শিবির ফের নূতূন মুখের ব্লক সভাপতির দাবি তলা হয়৷ সব মিলিয়ে ব্লক সভাপতি কে হচ্ছে? এটাই মূল্যবান প্রশ্ন৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)