কুমারগঞ্জে সারম্বরে সূচনা হল কৃষি মেলার
দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, কুমারগঞ্জ ২২শে ডিসেম্বর ২০১৭: রাজ্যের কৃষি দপ্তরের নির্দেশে জেলার ব্লকে ব্লকে শুরু হয়েছে কৃষি মেলা। গতকাল প্রবল উৎসাহ এবং উদ্দিপনার মধ্যে দিয়ে শুরু হল কুমারগঞ্জ ব্লক মাটি, কৃষি, সমবায়, উদ্যান পালন, প্রানি সম্পদ ও কৃষি বিপনণ বিষয়ক মেলা। প্রায় ১৫-২০টি স্টল সমন্নিত তিন দিনের এই কৃষি মেলা বড়াহার কৃষান বাজারে শুরু হয়েছে। কুমারগঞ্জ ব্লক কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় শুরু হওয়া কৃষি মেলার প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মহকুমা শাসক(সদর) ঈশা মুখার্জী, এছাড়াও উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন মন্ডল, কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি উমা রায়, সমষ্টি উন্নয়ন আধিকারীক দেবদও চক্রবর্তী, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারীক ক্ষেম সুন্দর মন্ডল , কুমারগঞ্জ ব্লক কৃষি আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
মেলা প্রাঙ্গগনে প্রানিসম্পদ বিভাগ, মৎস্য দফতর, কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র, খাদ্য প্রক্রিয়া করন, শিল্প ও উদ্যান পালন বিভাগের সুসজ্জিত স্টল খোলা হয়েছে ।মেলায় প্রতিদিন থাকছে কৃষি,প্রাণী,মৎস্য বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি থাকছে কৃষি বিষয়ক আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন মূল মঞ্চ থেকে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় কৃতি কৃষক পুরস্কার। ব্লক কৃষি মেলা আয়োজক কমিটির মাধ্যমে জানাগেছে, কৃষকদের সঠিক পদ্ধতিতে চাষের জন্য বিভিন্ন স্টলের পাশাপাশি ফল ও সবজী প্রদর্শনিতে কৃষকরা অংশ নিচ্ছেন। উন্নতমানের কৃষিকাজের উপর নানা কর্মশালা, আলোচনা সভা ও কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে প্রদর্শনী করা হচ্ছে। এবিষয়ে কুমারগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারীক ক্ষেম সুন্দর মন্ডল জানান, কৃষক দের জন্য আয়োজিত কৃষি মেলায় যত বেশি অসংখ্যক কৃষক অংশ গ্রহন করবেন ততই ব্লক এলাকাার কৃষক দের উন্নতি ঘটবে।
ছবিঃ দীপঙ্কর মিত্র (টী.এন.আই)