আজ থেকে ৩দিন ব্যাপি মেখলীগঞ্জ কৃষিমেলা শুরু হল মেখলীগঞ্জে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ২০শে ডিসেম্বর ২০১৭: গত কয়েক দিন ধরে রাজ্য জুড়ে চলছে কৃষিমেলা, বাদ গেল না মেখলীগঞ্জও৷ মাটি, কৃষি, উদ্দ্যানপালন, মৎস, সমবায় ও প্রাণী সম্পদ বিষয়ক এই মেলায় কৃষকদের বিভিন্ন ফসল প্রদর্শনী তুলে ধরা হয়। কৃষিপ্রধান রাজ্যে, কৃষকদের উন্নয়নের স্বার্থে প্রতি বছরের ন্যায় এবারেও মেখলীগঞ্জ কৃষকবাজার ময়দানে আয়োজিত হল এই মেলা। এদিন মেলামঞ্চে উপস্থিত ছিলেন, মেখলীগঞ্জ বিধায়ক শ্রী অর্ঘ্য রায় প্রধান, সমষ্টি উন্নয়ন আধিকারিক বিরুপাক্ষ মিত্র, জেলা পরিষদের সভপতি শ্রীমতী বর্ণালী রায় মহাশয়া।
উপস্থিত ছিলেন মেখলীগঞ্জ ব্লক কৃষি আধিকারিক অমিত কুমার দাস, মেলার আহ্বায়ক ডঃ রবিউল হক মহাশয় ও আরো অনেকে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে বিধায়ক মহাশয়। এরপর তিনি তার বক্তব্য তুলে ধরেন কৃষকদের সামনে। তিনি তুলে ধরেন রাজ্য সরকার প্রতি কুইন্টাল ধান ১৫৭০টাকা দরে কিনছে। এদিকে এই কৃষিমেলা তিন দিন ধরে চলবে বলেও মেলা কমিটির পক্ষথেকে জানা যায়৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)