মেখলিগঞ্জ ব্লকের স্বনির্ভর দলের বার্ষিক ক্রিরা প্রতিযোগিতা আয়োজিত হল মেখলীগঞ্জে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ২০শে ডিসেম্বর ২০১৭: আজ মেখলিগঞ্জের রানীরহাটে শৌলমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মেখলিগঞ্জ ব্লকের স্বনির্ভর দলের বার্ষিক ক্রিরা প্রতিযোগিতা৷ উক্ত ক্রীড়ায় অংশগ্রহণ করেন মোট ৩৮৯ টি দল৷ উপস্থিত ছিলেন সব স্বনির্ভর দলের সদস্যরা, আজ সাইকেল দৌড়, একশ মিটার দৌড় সহ বিভিন্ন ইভেন্ট ছিল৷ রানীরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা রায় জানান – গোটা অঞ্চল থেকে ৩৮০ টি দল আজকের ক্রীড়া প্রতিযোগতার মধ্যে অংশগ্রহণ করে৷ আজকের ঐ প্রতিযোগতার মধ্য মহিলাদের মধ্যে যথেষ্ট সারা পাওয়া যায়, অন্যদিকে, আজকের এই ক্রীড়া প্রতিযোগতার পাশাপাশি গরীব ও দুস্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)
Facebook Comments