জলপাইগুড়িতে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের শুন্যপদ রয়ে গেল ফাঁকা, আবেদনকারী মাত্র তিন
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি, ১১ই ডিসেম্বর ২০১৭: জলপাইগুড়ি জেলার বেশ কিছু ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের জন্য ওয়াক ইন ইন্টার্ভিউয়ের বিজ্ঞাপনের পরে আজ ছিল ইন্টার্ভিউয়ের দিন। কিন্তু এলোই মাত্র তিনজন। এই নিয়োগ ন্যাশনাল রুরাল হেলথ মিশন এর হওয়ার জন্যে আজ ছিল চিকিৎসক ও নার্সদের ইন্টার্ভিউয়ের দিন। দৃশ্যত উদ্বেগের সঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার সাংবাদিকদের জানান “মাত্র দু’জন চিকিৎসক পেয়েছি। একজন নার্স এসেছেন। এটা দুঃখজনক”। নিয়োগ কমিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এই বিষয়ে খতিয়ে দেখার কথা বলেন। তিনি আরও জানান যে শুন্যপদের জন্যে আবার নতুন করে বিজ্ঞাপণ দেওয়া হবে।
Facebook Comments