মহকুমা নির্বাচনের প্রস্তুতি তৃনমূলের, আপার বাগডোগড়ায় ৫টি বুথ কমিটি গঠন
জিৎ সরকার (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বাগডোগরা, ৫ই ডিসেম্বর, ২০২১: যদিও শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃনমূল শিবির। আপার বাগডোগরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ‘বুথ চলো’ কর্মসূচির আওতায় আপার বাগডোগরার ৫টি বুথে বুথ কমিটি গঠন করা হলো। গতকাল আপার বাগডোগরা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ভোলা গুহের নেতৃত্বে ওই এলাকার পাঁচটি বুথে বুথ-কমিটি গঠন করা হয়।
এদিনের এই কার্যক্রমে ওই অঞ্চলের প্রচুর তৃণমূল সমর্থকদের দলে দলে যোগ দিতে দেখা যায়। এছাড়াও এদিনের কার্যক্রমে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন নক্সালবাড়ি ব্লক ১ হিন্দি প্রকোষ্টের সভাপতি অম্বুজ কুমার রায়, আপার বাগডোগরা যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উজ্জ্বল শর্মা এবং সর্দার গুরমিত সিং সহ। এছাড়াও এদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন নক্সালবাড়ি ব্লক ১ এর মহিলা সভাপতি পদ্মা দে রায়, আপার বাগডোগরা তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি বিনা বর্মন সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ।
ছবি: জিৎ সরকার (টি.এন.আই)