করোনাকালেও সাড়ম্বরে চলছে ৩৯তম উত্তরবঙ্গ বইমেলা, জমছে মানুষ চড়ছে উদ্দীপনা

জিৎ সরকার (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  শিলিগুড়ি, ৫ই ডিসেম্বর, ২০২১: গ্রেটার শিলিগুড়ি পাব্লিশার্স অ্যান্ড বুক সেলার্সের ব্যাবস্থাপনায় কাঞ্চনজঙ্ঘা ময়দানের মেলা প্রাঙ্গণে ৩৯তম উত্তরবঙ্গ বইমেলা বর্তমানে চলছে। প্রতিবারের মত এবারেও এই মেলার আয়োজক গ্রেটার শিলিগুড়ি পাব্লিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশন এর উত্তরবঙ্গ বইমেলা কমিটি। ৩ তারিখ মেলা শুরু হয়ে গেলেও গতকাল এর আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয় এই ৩৯তম বইমেলার। গতবছর কোভিডের জন্য লকডাউন থাকায় সকলকে বাড়িতেই দিন কাটাতে হয়েছে, যার ফলে সকলের মধ্যে বই পড়ার উৎসাহ বেড়েছে আর এই বিষয়ের উপর ভিত্তি করেই এবারের বইমেলার থিম রাখা হয়েছে “আলোকিত মানুষ চাই”। ছোটোদের বইমেলায় আসার জন্য আগ্রহ জাগাতে এবার মেলার মধ্যে তৈরি করা হয়েছে চিল্ড্রেন থিম প্লেগ্রাউন্ড। এবারের উত্তরবঙ্গ বইমেলার উদ্বোধন করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, অভিনেতা তথা গায়ক অঞ্জন দত্ত,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরসভার চেয়ারম্যান গৌতম দেব, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনবল্লম, এসজেডিএ-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ প্রমুখ ব্যাক্তিত্ববৃন্দ। প্রতি বছর সাধারণত প্রায় ৮০টির মতো বই-এর স্টল রাখা হলেও গত বছরের মতো এবারও কোভিড বিধির কারনে ৫০টি স্টল রাখা হয়েছে। কোলকাতা, দিল্লি, মুম্বাই, পাটনা এর বহু খ্যাতিসম্পন্ন বুক পাব্লিশার্স-এর স্টল বসতে দেখা গেলো এবারের বইমেলায়। এছাড়াও মেলা কমিটির পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির, কোভিডের ২টি ডোজেরই টিকাকরণের মত সেবামূলক কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারের বইমেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে ১০ টাকা করে। এবছরের বইমেলা ১২ ডিসেম্বর অবধি চলবে। আজ রবিবার মেলায় ভিড় ছিল লক্ষণীয়।

ছবি: জিৎ সরকার (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!