বিশ্বকাপের মাঝেও শিলিগুড়িতে স্বর তরঙ্গ’র ‘সং – স্পর্শ’ সঙ্গীত সন্ধ্যা হাউজ ফুল
আর. সুব্রত (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২রা জুলাই, ২০১৮: গতকাল শিলিগুড়ির স্বর তরঙ্গ মিউজিক অ্যাকাডেমি শিলিগুড়িকে এক মনোরম সঙ্গীত সন্ধ্যা উপহার দিল। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উপস্থাপনা হল সং –স্পর্শ নামক এক সঙ্গীত সন্ধ্যা। মূলত এই অনুষ্ঠানে অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের গানের গানের সম্ভার নিয়ে হাজির ছিলেন। তাছারাও অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জি – বাংলার সা.রে.গা.মা.পা’র ফাইনালিস্টরা। এদের মধ্যে ছিলেন জি – বাংলার সা.রে.গা.মা.পা’র যেমন রানার্স আপ সতিশ গজমের, জি – বাংলার সা.রে.গা.মা.পা’র প্রতিযোগী অন্তরজিতা গোস্বামী, গুরুকুল বিজেতা বিশ্বজিৎ প্রমুখ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিলিগুড়ি কলেজের অধ্যপিকা শ্রীমতী বিদ্যা আগরওয়াল। এছারাও অতিথি হিসেবে ছিলেন তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ত্রিদিব বিশ্বাস, শিলিগুড়ির প্রবীণ শিল্পী শ্রীমতী মালোবিকা চক্রবর্তী এবং শিল্পী আশিস ব্যানার্জি প্রমুখ। পুরো প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় ভরা।
দর্শকেরা মন্ত্রমুগ্ধে হয়ে গেলেন এত সুন্দর এক সঙ্গীত রজনী উপহার পেয়ে। যদিও তারা আরও আশা করেছিলেন পারফর্মারদের থেকে কিন্তু সময়ের অভাবে সেই অনুরোধ রাখা সম্ভব হয়ে ওঠেনি। তবে এই অনুষ্ঠানের মূল কারিগর শ্রী দিপায়ন সরকার আপ্লুত হয়েছেন দর্শকদের করতালিতে এবং ভালবাসায়। অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান করা শেষমেষ সম্ভব হয়েছে। এবং বারতি পাওনা হিসেবে রয়েছে দর্শকদের করতালি ও ভালবাসা। দিপায়ন নিজেই জি – বাংলা সা.রে.গা.মা.পা’র প্রতিযোগী ছিলেন কিন্তু আজ তার ভুমিকা ছিল একজন পারফর্মার নয় বরঞ্চ একজন আয়োজক হিসেবে, এবং সেই পরীক্ষায় তিনি সফল। সেটাই প্রতিফলিত হয়েছিল যখন তার ছাত্রছাত্রীরা স্টেজের ওপর দৌরে গিয়েছিল তার পা ধরে প্রণাম করতে।
ছবি: আর. সুব্রত (টি.এন.আই)