ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভ্যাকসিন নিয়ে অরাজকতা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৪ঠা অগাস্ট, ২০২১: মঙ্গলবার ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে করোনার ভ্যাকসিন নিতে এসে, ভ্যাকসিন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মানুষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে ফালাকাটা থানার পুলিশ। করোনা ভ্যাকসিন নিতে আসা জনগণের অভিযোগ, তারা গতকাল ভোর কেউ আবার গভীর রাত থেকে এসে লাইনে দাড়িয়ে আছেন, কিন্তু তাদের আজ বলা হয় যে বিডিও অফিস থেকে যেই নামের তালিকা আসবে সেই অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে। তাদের বক্তব্য কেন তাদেরকে আগেই সেই বিষয় জানানো হলো না। বিডিও অফিসেই তালিকা আগেই টাঙিয়ে দিলে হয়রানি হতে হতো না তাদের। প্রতিদিন এসে ঘুরে যেতে হচ্ছে বহু মানুষকে বলে অভিযোগ। এই বিষয়ে
ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডঃ চন্দন ঘোষ বলেন, ‘করোনার ভ্যাকসিন সকলেই পাবেন। বিডিও অফিস থেকে আজ ৪০২ জনের তালিকা এসেছে। বাকিদের তালিকাও আসবে। প্রতিদিন এই ভ্যাকসিন দেওয়া চলছে কেউ বাদ যাবেনা।’
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)