এবার জন বার্লাকে ক্লিনচিট দিলেন অভিযোগকারীনি আদিবাসী যুবতী
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২রা অগাস্ট, ২০২১: ডুয়ার্সের নির্যাতিতা আদিবাসী যুবতী তার প্রাথমিক অভিযোগ থেকে অবস্থান বদল করল। এর আগে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ করে বানারহাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনার পাশাপাশি এই ঘটনায় সাহায্য চাইতে গিয়ে সাংসদ জন বার্লা ও তার তিনি সহযোগীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন। রবিবার রাতে তার নিজের বাড়িতে সাংবাদিকদের ডেকে তিনি জানালেন আর্থিক লেনদেনের সাথে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার কোনও যোগ নেই। তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন তার সাথে আর্থিক প্রতারণা ও প্রাণে মারার হুমকি দিয়েছিলেন সাংসদের তৎকালীন আপ্তসহায়ক অদীপ ভুজেল এবং তার সহযোগী সঞ্জয় চৌধুরী। একই সাথে অভিযোগ পত্রে নাম থাকা সন্তোষ প্রসাদেরও এই ঘটনায় বিশেষ কোনও ভূমিকা নেই বলেই তিনি জানান। তিনি বলেন স্থানীয় মহিলা সমিতির কাছে তিনি সাহায্য চাইতে গিয়েছিলেন। থানায় দায়ার হওয়া অভিযোগ পত্র তারাই তৈরি করে দিয়েছিলেন, তিনি না পড়েই তাতে সাক্ষর করেছিলেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি পুলিশি সুরক্ষাও দাবী করেছেন।
সঞ্জয় চৌধুরী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন অভিযোগকারীনি মিথ্যা বলছেন, সঠিক তদন্ত হোক, সত্য প্রকাশিত হবে। কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বলেন ‘একদিন সত্যের জয় হবেই।’
ছবি: সংবাদচিত্র