চোপড়ায় বিজেপি তৃনমূল সংঘর্ষ বাধে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আইে ইসলামপুর ১৬ই ফেব্রুয়ারি ২০১৮: বৃহস্পতিবার রাতে চোপড়ায় তৃনমূল মন্ডলপাড়া বুথ কমিটির সভাপতি মহম্মদ ফারাজকে বোমা মেরে গুলি করে হত্যার চেষ্টা দুষ্কৃতকারীদের। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে ও পরে অবস্থার অবনতি হলে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় উত্তর দিনাজপুরের চোপড়ায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। চোপড়া মিশন থেকে নিজের বাড়ি চৌধুরীগছে ফিরছিলেন চোপড়ার তৃনমূল নেতা মহম্মদ ফারাজ। বাড়ির কাছেই চারজন দুষ্কৃতী প্রথমে তার পথ আগলে তাকে মারধর শুরু করে। মহম্মদ ফারাজ পালাতে চেষ্টা করলে দুষ্কৃতকারীরা বোমাবাজি করে এবং চার রাউন্ড গুলি চালায়। তার পিঠে গুলি লাগে। বোমার আঘাতে মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকে চোপড়ার মন্ডল পাড়ার বুথ কমিটির সভাপতি মহম্মদ ফারাজ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিলেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। বাড়ির সামনেই তৃনমুল নেতার উপর বোমা ও গুলি চালিয়ে হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকায়। জেলা পুলিশসূত্রে জানা গিয়েছে পারিবারিক বিবাদ নিয়েই এই হামলা। তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যায়ভাবে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের বিজেপীর পঞ্চায়েত সদ্স্য কোমরুল হুদা, ও বিজেপী কর্মী নিখিল সরকার সহ চার জনকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার পুলিশ ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠায়। বিজেপী কর্মি বিচারক রায় বলেন, তৃনমুলের বুথ সভাপতি মহঃ ফারাজের উপর যে হামলা হয়। সেটা তাদের পারিবারিক বিবাদ ছিল। সেই ঘটনায় আমাদের বিজেপী কর্মিদের ঘরবাড়ি ভাঙচুর করে তৃনমূলের গুন্ডাবাহিনী। উল্টে পুলিশ অন্যায় ভাবে আমাদেরই কর্মিদের গ্রেফতার করেছে। স্থানীয় তৃনমুল নেতা খুশ মহম্মদ বলেন, গতকাল রাতে আমাদের দলের বুথ সভাপতির উপর দুষ্কৃতীরা বোমা গুলি চালিয়ে হামলা করেছে। সেই হামলায় গুরুতর জখম হয়েছেন বুথ সভাপতি ফারাজ।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)