দুঃস্থ পরিবারের গৃহবধূর দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্যে জনসাধারণের কাছে কাতর আহবান
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৯ই জুন, ২০২১: শিলিগুড়ির নেতাজীপল্লীর এক গৃহবধূ শ্রীমতী ছন্দা পোদ্দার একটি ভাড়া বাড়িতে তার কন্যা ও স্বামীকে নিয়ে থাকেন। তিনি একটি কাপড়ের দোকান কাজ করতেন। গত ৩ বছর আগে হঠাৎ তার মাথায় খুব যন্ত্রণা হয়। তখন পরীক্ষা-নিরিক্ষার পর জানতে পাড়ে তার মাথায় একটি নার্ভের গুরুতর সমস্যা দেখা দিয়েছে। তখন শিলিগুড়ির বাইরে তার ব্রেইন অপারেশন হয়। তারপর কিছুদিন একটু সুস্থ ছিলেন। এখন আবার সমস্যা দেখা দিয়েছে এবং ডাক্তারদের মতে তার আবার একটি অপারেশনের প্রয়োজন। এই চিকিৎসা করাতে তারা প্রায় সর্বস্ব খরচ করে ফেলেছে। বর্তমানে এই অত্যান্ত ব্যয়বহুল চিকিৎসা করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তার স্বামী একটি হার্ডওয়ার দোকানের সাধারন কর্মচারী। এখন বেঙ্গালুরুতে চিকিৎসা চলছে এবং অতিদ্রুত অপারেশন করাতে কয়েক লক্ষ টাকার প্রয়োজন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সংবাদ মাধ্যম দ্বারা ছন্দা দেবীর স্বামী তার স্ত্রীকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছে।
ছবি: সংবাদচিত্র