জনবিরোধী নীতি এবং এফ.আর.ডি.আই এর প্রতিবাদ সভা হল কুচবিহার জেলায়
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিভার ২৫শে জানুয়ারি ২০১৮: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও এফ.আর.ডি.আই সহ বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদ ও প্রত্যাহার এর দাবীতে আজকে মেখলিগঞ্জ সহ কোচবিহারে তৃণমূল কংগ্রেসের শিবির অনুষ্ঠিত হল৷ আজকের এই জনসভায় উপস্থিত ছিলেন উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্র নাথ ঘোষ, এম.এল.এ শ্রী উদয়ন গুহ, মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মণ, জেলা সভানেত্রী সহ মেখলিগঞ্জ তৃণমূল ব্লক কনভেনর শ্রী উদয় রায় সহ বেশ কিছূ তৃনমূল কংগ্রেস নেতা৷ শ্রী রবীন্দ্র নাথ ঘোষ জানান – কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির এবং এফ.আর.ডি.আই প্রত্যাহার দাবিতে প্রায় ১৫০০০ কর্মী সমর্থক শিবিরে সমবেত হয় এবং র্যালিয়্যাল৷
এদিকে, মেখলিগঞ্জ তৃণমূল ব্লক কনভেনর শ্রী উদয় রায় জানান – আগামী দিনে মেখলিগঞ্জের তৃণমূল শিবির কে নূতূন ভাবে এগিয়ে নিয়ে যেতে বিশেষ পরামার্শ দেন উচ্চ নেতৃত্ব৷ আজকের মঞ্চ সভায় আমন্ত্রণ পেয়ে নূতূন ভাবে মেখলিগঞ্জ তৃণমূল শিবিরকট ঢেলে সাজাতে মরিয়া ব্লক কনভেনর শ্রী উদয় রায় এমনটাই সংবাদ মধ্যম কে জানানো হয় মেখলিগঞ্জ তৃণমূল শিবির থেকে৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)