ডুয়ার্সের পলাশবাড়ী চা বাগানে বজ্রপাতে আহত ৬ চা শ্রমিক

অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৪শে সেপ্টেম্বর ২০১৮:  সোমবার বিকেলে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে আহত হলেন ৬ জন চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে বানারহাটের পলাশবাড়ী চা বাগানে। জানা গিয়েছে চা বাগানের ৪ নং সেকশনে চা পাতা তোলার কাজ করার সময় এই শ্রমিকেরা বজ্রপাতের শিকার হন। চা বাগানের ম্যানেজার জয়ন্ত সান্যাল বলেন আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া ও তাদের চিকিৎসা সহ সমস্ত রকম সহায়তা চা বাগানের পক্ষ থেকে করা হচ্ছে। আঘাত গুরুতর থাকায় বানারহাট হাসপাতাল থেকে দুই জন শ্রমিককে বীরপাড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

ছবি: প্রতীকী  

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!