করোনাকালে বানারহাটে নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে দুঃস্থদের পাশে টোটোচালকরা
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ৩১শে মে, ২০২১: দুঃস্থদের সহায়তায় এবার এগিয়ে এলেন টোটোচালকরা। বানারহাট এলাকার মোট ১০ জন টোটো চালক নিজেদের সঞ্চিত অর্থ একত্রিত করে রবিবার বানারহাট হঠাৎ কলোনি এলাকার হতদরিদ্র মোট ২০০টি পরিবারের হাতে চাল, আলু, সোয়াবিন, মুড়ি ইত্যাদি নানা রকম খাদ্য সামগ্রী তুলে দিলেন। পাশাপাশি তাদের হাতে মাস্কও তুলে দেওয়া হয়। টোটো চালক দের পক্ষে অশোক শাহ, গোবিন্দ বিশ্বাস প্রমুখ বলেন, লকডাউন এর জেরে টোটো চালকদের অবস্থা সঙ্কটজনক হয়ে উঠেছে, তা সত্ত্বেও চোখের সামনে যে মানুষগুলো কর্মহীন ও বেরোজগার অবস্থায় অতি কষ্টে দিনযাপন করছেন, আমরা আমাদের সঞ্চিত অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করে চলেছি।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)
Facebook Comments