সমাজ সেবার ভাল কাজের জন্যে বানারহাটের রেড ভলেন্টিয়ার্সরা আর্থিক সাহায্য পেল
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৬শে মে, ২০২১: বানারহাটের রেড ভলেন্টিয়ার্সদের কাজে সন্তুষ্ট হয়ে বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীরা তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন। বিদ্যালয়ের ১৯৭৬ সালের প্রাক্তনীদের পক্ষ থেকে বুধবার তরুণ সংঘ ময়দানে এতোয়া তুরী নামের এক শিক্ষক রেড ভলেন্টিয়ার্সদের হাতে ১২ হাজার টাকার চেক তুলে দেন। স্থানীয় বামপন্থী মনোভাবাপন্ন যুবকদের নিয়ে গঠিত রেড ভলান্টিয়ার্সদের বানারহাট শাখার স্বেচ্ছাসেবীরা করোনার দ্বিতীয় ঢেউ এর মাঝে সংক্রমিতদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বুধবারও তারা বানারহাট এলাকার তিনজন সংক্রমিতের বাড়ি স্যানিটাইজ করেন। রেড ভলান্টিয়ার্স দলের বানারহাট শাখার সম্পাদক অর্ধেন্দু রাহা বলেন, এই সংকটজনক পরিস্থিতিতে মানুষ যদি এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা আরও বেশি করে সংক্রমিত অসহায় মানুষদের সহায়তা করতে পারবো।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)