করোনায় আক্রান্ত সাহায্য করে পিতার মৃত্যুর শ্রদ্ধার্ঘ দিলেন সমব্যাথীর সদস্য সুরজিৎ সাহা
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২২শে মে, ২০২১: লকডাউনের পরেও শিলিগুড়ির করোনা আক্রান্তের সংখ্যা আশানারুপ ভাবে কমেনি। অবশ্যই দৈনিক আক্রান্তের হার কিছুটা কমার লক্ষণ দেখা গেছে কিন্তু সেই সংখ্যা সামান্য বলেই ধরা যায়। এর মধ্যে শিলিগুড়ি টিকিয়াপাড়ার শ্রী শ্রী পরমানন্দ যোগানন্দ যোগাশ্রমের অসহায় আবাসিকদের মধ্যে ৬জন কিশোর করোনা আক্রান্ত হয়েছে। অনুদানে চলা এই আশ্রমের কর্তৃপক্ষ মুশকিলে পরে। তাই শিলিগুড়ি সমব্যাথী ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে পুষ্টিকর খাবার, সকালের জলখাবার ও বিভিন্ন রকমের সবজি কয়েকদিনের জন্য ব্যাবস্থা করা হয়।
এছাড়া আজ লেকটাউনের শিলিগুড়ি স্পর্শ ও স্পন্দন-এর ৩৪ জন অসহায় শিশু, কিশোর-কিশোরীদের কিছুদিনের জন্য চাল, জলখাবার ও বিভিন্ন রকমের সবজি সংস্থার পক্ষ থেকে দেওয়া হয় এবং পথ চলতি যে সকল মানুষ মাক্স পড়েনি তাদের মাক্স দেওয়া হয় এবং সচতেন করা হয়। সমব্যাথীর পক্ষ থেকে জানা গেছে – মুলত এই খাদ্য সামগ্রীগুলো দিয়েছে সংস্থার সদস্য ভারতনগর নিবসী শ্রী সুরজিৎ সাহা। গত ০৮/০৫/২০২১ তারিখ করোনা আক্রান্ত হয়ে শ্রী সুরজিৎ কুমার সাহার পিতা প্রয়াত হন। এই উপলক্ষে আজ তার শ্রাদ্ধানুষ্ঠান ছিল। তাই এই অসহায়ের পাশে থেকে পিতাকে সুরজিৎ বাবু আজ এই ভাবে শ্রদ্ধা জানালেন। সম্পূর্ণ কর্মকাণ্ডে সমব্যাথীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী শুভ রঞ্জন সাহা, শ্রী পিন্টু দাস, শ্রী রবীন্দ্রনাথ গুহ, শ্রী প্রানেশ চক্রবর্ত্তী ও সভাপতি শ্রী সঞ্জয় সাহা।
ছবি: সংবাদচিত্র