জমি বিবাদে ফালাকটায় যুবকে হত্যা, এলাকায় চাঞ্চল্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা বালুরঘাট
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯: যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছাড়াল ফালাকাটায়। রবিবার ফালাকাটা ব্লকের মধ্য দেওগাঁও খাসটারি গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে ছুরিকাহত হলো জাহেদুল ইসলাম (৩৬) নামে এক যুবক। ঘটনার সূত্রপাত হয় রাস্তার পাশে বাড়ির বাঁশ কাটা নিয়ে প্রথমে বিবাদ শুরু হয় এর থেকেই পুরানো জমি সংক্রান্ত বিষয়ে পরিণত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০ টা নাগাদ জাহেদুল ইসলাম বাড়ির অদূরেই দাঁড়িয়ে ছিলেন। সেই সময় তাঁর পেটে ছুরি মেরে পালিয়ে যায় প্রতিবেশীরা। এরপর জাহেদুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ফালাকাটা থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। অভিযুক্তরা জাহেদুলের প্রতিবেশী বলে জানা গিয়েছে। পুরানো বিবাদের জেরে এই খুন বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক। মৃতের পরিবারের পক্ষে ৭ জনের নামে লিখিত অভিযোগ করা হয়েছে। তাদের খোঁজ চলছে বলে জানয় পুলিশ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)