ডুয়ার্সের লোকালয়ে ঢুকে পড়ল হরিণ
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২১শে মে, ২০২১: জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। গত বুধবার সকালে মোরাঘাট জঙ্গল থেকে বেড়িয়ে একটি হরিণ বানারহাট থানা এলাকার দুরামারি সংলগ্ন উত্তর শালবাড়ি গ্রামে ঢুকে পড়ে। হরিণটিকে দেখে গ্রামবাসীরা তাড়া করলে সেটি প্রাণভয়ে এক ব্যক্তির গোয়ালঘরে আশ্রয় নেয়। পরবর্তীতে গ্রামবাসীদের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর বনদপ্তর হরিণটিকে উদ্ধার করে।
জানা গিয়েছে, বুধবার সকালে দলছুট হয়ে পথ ভুলে একটি হরিণ জঙ্গল থেকে বেড়িয়ে উত্তর শালবাড়ি গ্রামে ঢুকে পড়ে। হরিণটিকে দেখে কয়েকজন যুবক তাড়া করলে সেটি স্থানীয় সুভাষ রায় নামের এক বাসিন্দার গোয়ালঘরে আশ্রয় নেয়। খবর পেয়ে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মী ও আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জাল দিয়ে হরিণটিকে আটক করার চেষ্টা করলেও সেটি জাল টপকে পালিয়ে যায়। দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ধন্দাসিমলা গ্রামে হরিণটি ছুটোছুটি করতে দেখা যায়। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বনকর্মীরা সেটিকে আটক করতে সক্ষম হয়।
বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের সূত্রে জানা গিয়েছে চিতল হরিণ বা স্পটেড ডিয়ার প্রজাতির হরিণটি উদ্ধারের পর এখন সুস্থ রয়েছে। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)