৪৬ কেজি অবৈধ ভুটানের সুপারি ধরা পড়ল চামুর্চীতে
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, চামুর্চী, ১৪ই মে, ২০২১: ভারত-ভুটান সীমান্তের চামুর্চীতে নাকা চেকিং করে সশস্ত্র সীমা বল ২৫ টি গাড়ি সহ প্রায় ৪৬ হাজার কেজি ভুটানের সুপারি আটক করল। এই বিপুল পরিমান সুপারি অবৈধ ভাবে ভুটান থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল।
এস.এস.বি’র ফালাকাটা ১৭ ব্যাটেলিয়ন কমান্ডিং অফিসার ঋষিকেশ শ্রীবাস্তব জানান বানারহাট থানা এলাকার ভুটান সীমান্তে চামুর্চী চেকপোস্ট সংলগ্ন এলাকায় বিগত ১২ তারিখ সকাল থেকে ১৩ তারিখ সন্ধ্যে পর্যন্ত নাকা চেকিং করা হয়েছিল। এই চেকিং এর সময়ই ভুটান উৎপাদিত সুপারি নিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকা ২৫ টি গাড়ি আটক করা হয়। গাড়ি গুলিতে মোট ৪৬২৮০ কেজি সুপারি ছিল। গাড়ি সহ এই সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয় এবং এদিন শুল্ক বিভাগের দিনহাটা দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট এর হাতে তুলে দেওয়া হয়। এই ধরনের অতর্কিতে চেকিং বিভিন্ন জায়গায় লাগাতার চালানো হবে বলে এস.এস.বি’ সূত্রে জানানো হয়েছে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)