বানারহাটের বিভিন্ন এলাকা স্যানিটাইজ করল গেন্দ্রাপাড়া চা বাগান
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১০ই মে, ২০২১: গেন্দ্রাপাড়া চা বাগানের পক্ষ থেকে সোমবার বানারহাটের বিভিন্ন এলাকা জীবানুমুক্ত করা হল। চা বাগানে কীটনাশক স্প্রে করার কাজে ব্যাবহৃত ট্রাক্টর চালিত ২ টা যন্ত্র এই কাজে ব্যবহার করা হয়। এদিন বানারহাটের সাপ্তাহিক হাটের এলাকা, মার্কেট কমপ্লেক্স, বাজার, বিভিন্ন সরকারি অফিস, হাসপাতাল ও থানা চত্বর জীবানুমুক্ত করা হয়।
গেন্দ্রাপাড়া চা বাগানের শ্রমিক কল্যাণ আধিকারিক বিশু দাস বলেন – চা বাগানে কীটনাশক প্রয়োগের কাজে ব্যবহৃত ট্রাক্টর চালিত যন্ত্র দিয়ে চা বাগানের কর্মীরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি বজায় রেখে জীবানুনাশক স্প্রে করেন। এদিন প্রায় ৪৪০০ লিটার জীবানুনাশক স্প্রে করা হয়। এই কাজে জলের সাথে মিশিয়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড ব্যবহার করা হয়েছে। এরই সাথে এদিন প্রায় ৫০০ মাস্ক বিতরণ করা হয়েছে বলে তিনি জানান। সহকারী শ্রমিক কল্যাণ আধিকারিক অমরদীপ সিং মান বলেন বাগানের শ্রমিকেরা নিত্যনৈমিত্তিক কাজে বানারহাটের উপর নির্ভরশীল। তাদের প্রতিদিনই নানান প্রয়োজনে বানারহাটের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর সহ বাজারে আসতে হয়। সেই কারনেই বানারহাটবাসী এবং চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে এদিন বানারহাটে এই কর্মসূচী নেওয়া হয়েছে। অমরদীপ বাবু বলেন আগামী সপ্তাহে তারা বিন্নাগুড়িতেও এমন জীবানুমুক্তকরণের কর্মসূচী নেওয়ার চেষ্টা করছেন।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)