এবার রাজ্যের মুখমন্ত্রীর হাত দিয়ে পথ চলা শুরু হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ৯ই মার্চ, ২০১৯: আজ জলপাইগুড়িতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের উদ্বোধন হল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে প্রথমবার উদ্বোধন হয়েছিল এই সার্কিট বেঞ্চ। উদ্বোধনি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী, রাজ্যের আইন মন্ত্রী শ্রী মলয় ঘটক প্রমুখ৷ অস্থায়ী এই আদালতের কাজ শুরু হবে ১১ই মার্চ অর্থাৎ আগামী সোমবার থেকে। এরপর টানা চারদিন পর্যন্ত আদালতের কাজ চলবে।
হাইকোর্টের সার্কিট বেঞ্চের পাশাপাশি জলপাইগুড়িতে থাকবে একটি ডিভিশন বেঞ্চ ও ২টি সিঙ্গেল বেঞ্চ। সার্কিট বেঞ্চের অস্থায়ী আদালতে উত্তরবঙ্গের ৫টি জেলার মামলার শুনানি হবে। জলপাইগুড়ি ছাড়া এই তালিকায় থাকবে আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং। তবে বাদ গিয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা। এই নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের নতুন রূপে হয়েছে জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।
ছবি: টি.এন.আই সংবাদচিত্র