খারখানি – পুনডিং বনবস্তীতে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য ও ওষুধ বিলি শিবির

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৯ই মার্চ, ২০১৯: আজ শিলিগুড়ির সুরেন্দ্র ইনস্টিটিউটে অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট এর উদ্যোগে এবং দার্জিলিং বনবিভাগ ও দিসান হসপিটালের সহযোগিতায় খারখানি – পুনডিং বনবস্তীতে বনবস্তির বাসিন্দাদের মধ্যে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ওষুধ বিলি করার শিবির আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন সহকারী বন্যপ্রান সহায়ক শ্রী জয়ন্ত মন্ডল। স্নাপ এর সভাপতি শ্রী কৌস্তভ চৌধুরী। রেঞ্জ অফিসার শ্রী মৃগাঙ্ক মাইতি ও কাজী ছেত্রী। এছারাও ছিল সুরেন্দ্র ইনস্টিটিউটে অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট কলেজের ছাত্রছাত্রী ও বনদপ্তরের কর্মীরা। শিবিরে ১২০ জন রোগীর চিকিৎসা করা হয় ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

ছবি: টি.এন.আই সংবাদচিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!