শিলিগুড়ির সুপার ডিভিশন ক্রিকেটে সেরার সেরা হল বাঘাযতীন
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১৫ই মার্চ, ২০১৯: শিলিগুড়ি মহকুমা ক্রিয়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ র সুপার ডিভিশন লীগ এ আজ চাঁদমুনির মাঠে পরস্পর মুখ মুখী হয়েছিল শিলিগুড়ি জি টি এস এবং বাঘাযতীন এথেলেটিক ক্লাব। নির্ণয় মুলুক ম্যাচ এ প্রথম এ জিতে ব্যাট করতে আমন্ত্রণ করে বাঘাযতীন কে। বাঘাজিতন টস এ ব্যাটিং পেয়ে নির্ধারিত ৩৫ ওভার এ ৬উইকেট র বিনিময়ে ২৩৪ রান তোলে। বাঘাযতীন র ব্যাটসম্যান রা জি টি এস সি র বলার দেড় দুমড়ে মুচড়ে দেয় আজকের ম্যাচ এ। উত্তেজক পূর্ব ম্যাচ এ আজ চাঁদমুনির মাঠ ছিল একে বাড়ে আগুনের গলা , কারণ দু দোল এ মরিয়া হয়েছিল লীগ জয়ের জন্য। এর আগে জি টি এস সি ম্যাচ জিতলেও এ দিন বাঘাযতীন র ম্যাচ মনে হচ্ছিলো বাঘের সামনে ছাগল পড়লে যেমন হয় ঠিক তেমন। বড়ো ম্যাচ এ রান করে অভিষেক সিকদার ৩৭ বল এ ৬১ আবার ও বুজিয়েদিলো শিলিগুড়ি ক্রিকেট এ যে অভিষিক্ত সিকদার ব্যাগের বাচ্চা , বাঘ যেমন ছাগলকে দেখলে দৌড়াই ঠিক তেমন আজ জি টি এস সি র বলার দেড় বল র পিছনে অভিষেক র ব্যাট তারা করে বাড়ালো সারা তা মাঠ। শেষ মেশ ৩৫ ওভারের ম্যাচ এ ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা দেখতে পাওয়া যায়। আজকের ম্যাচে বাঘাযতীন এর হয়ে রান করে প্রতীক দত্ত (৩৬), সাইফ খান (২৮), রাঃ কোমল প্রসাদ (২০), মহঃ জাভেদ (৫০)। জি টি এস র হয়ে অংশুমান চক্রবর্তী ২ উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে জি টি এস সি ৩৫ ওভারে ২০০ রানে ৮ উইকেট র বিনিময়ে আটকে যায়। জি টি এস সি র হয়ে খুব ভালো ব্যাট করেন অংশুমান চক্রবর্তী ৯৫, এছাড়া রান পান নবাঙ্কুর ঘোষ ৪১। বাঘাযতীন র হয়ে ২ টি করে উইকেট পান রামচন্দ্র ঠাকুর, শুভ্রজ্যোতি মিত্র। বাঘাযতীন ৩৪ রান এ জয় লাভ করে এবং ২০১৮ -১৯ লীগ তাদের ঘরে তুলে নিলো। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাঘাযতীন র অভিষেক সিকদার। শিলিগুড়ি ক্রিকেট লাভার এন্ড প্লেয়ার ওয়েলফের র পক্ষ থেকে লীগ বিজয়ীদের পুস্পস্তবক এবং কেক কেটে অভিনন্দন জানানো হয়। এবং বিকেলে বাঘাযতীন ক্লাব এ ছিল উৎসবের মেজাজ ক্লাব ও বাজি ফাটিয়ে লীগ জয়ের সেলিব্রেশন হয় ক্লাব র পক্ষ থেকে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)