‘টিএনআই’ এবং ‘এস্পি রিসার্চ’ ‘বৃহৎ বুথ সমীক্ষা’য় ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত
আজকে পশ্চিমবঙ্গে ৮দফা বিধানসভা নির্বাচন সম্পন্ন হল। মোটামুটি সব বুথ ফেরত সমীক্ষা সম্পন্ন হয়েছে। এবং বেশ কিছু বুথ ফেরত সমীক্ষায় সম্ভাব্য ফলাফলের তারতম্য বোঝা গেছে। এর ফলে সাধারন মানুষের এবং নিচু তলার রাজনৈতিক কর্মীরা কিছুটা হলেও দিধা বিভক্ত হয়ে পরে। আবার অনেকের মতে বুথ ফেরত এই সমীক্ষা ত্রিশঙ্কু বিধানসভার দিকে ইঙ্গিত করছে মাত্র। প্রায় প্রতিটি রাজনৈতিক বিশ্লেষক এবার ভোট মেরুকরণের পূর্বাভাস করে রেখেছিল তাই প্রায় কোন বুথ ফেরত সমীক্ষায় সেটার কোন আভাষ পাওয়া গেল না। টিএনআই এই প্রথম একটি বৃহৎ বুথ ফেরত সমীক্ষা করে। এর দায়িত্বে ছিল এস্পি রিসার্চ। যৌথভাবে এই সমীক্ষায় যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা হল – পশ্চিমবঙ্গে প্রতিটি জেলায় করা প্রথম ৯টি বুথ ফেরত সমীক্ষা কে অ্যাভারেজ করে তার মীন বের করে শেষের ফলাফল দেখে নেওয়া। দেখেনিন এই বৃহৎ বুথ সমীক্ষা কি বলছে।
সৌজন্যে: এস্পি রিসার্চ