ইসলামপুর আদালত ভবনের কাজে নিম্নমানের সামগ্রী ব্যাবহারের অভিযোগ
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৪ই ফেব্রুয়ারি ২০১৮: ইসলামপুর বার ও ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের বাধ সত্ত্বেও নিম্ন মানের সামগ্রী দিয়ে আদালত ভবনের নির্মাণ করার অভিযোগ উঠলো বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। এর আগে দীর্ঘ দিন কাজ বন্ধ ছিল। ফের ৭৭ লাখ টাকা বরাদ্দ হয় কাজ শুরু করার জন্যে। এবার বরাত পায় রাজলক্ষ্মী কনস্ট্রাকশন ঠিকাদারি সংস্থা। আজ কাজ শুরুর সাথে সাথে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ ওঠে ইসলামপুর বার ও ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এর ফলে আবার কাজ বন্ধ করে দেওয়া হয়। এদিকে আবার কাজ শুরু করাতে ঝামেলা বাধে। ইসলামপুর বার ও ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন “বরাত পাওয়া সংস্থা নিম্নমানের সামগ্রী ব্যাবহার করে কাজ করছিল। আমরা কাজ বন্ধ করতে বললেও আকাদের বাধাকে অগ্রাহ্য করে ঠিকাদারি সংস্থা জোর করে কাজ শুরু করেছে”। এদিকে উক্ত ঠিকাদারি সংস্থার মালিক শ্রী শশাঙ্ক মুখার্জি বলেন “নিম্ন মানের সামগ্রী ব্যাবহারের অভিযোগ মিথ্যা, ওনারা কাজ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু পরে সামগ্রী দেখে ফের কাজ করতে বলেছে। যদিও জজ সাহেব নিজে কাজ চালু রাখতে বলেছেন”।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)