শুরু হল টি২০ শিলিগুড়ি মহকুমা ক্রিকেট লীগ, প্রথম দিন জিতল দাদাভাই এবং নকশালবাড়ি ইউনাইটেড
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২১শে মার্চ, ২০২১: দীর্ঘ ১৩ মাস পরে ফার্স্ট ডিভিশন লিগ দিয়ে শুরু হল শিলিগুড়ি মহকুমা ক্রিকেট প্রতিযোগিতা। শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদ এর পরিচালনায় আন্তঃক্লাব টি২০ ক্রিকেট গত কাল থেকে শুরু হয়েছে চাঁদমনি মাঠে। খেলা শুরু হওয়ার আগে শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদের সচিব শ্রী অনিল গোস্বামী, ক্রিকেট সচিব শ্রী মনোজ ভার্মা, মহাসচিব শ্রী দিব্যেন্দু ঘোষ, ফুটবল সচিব শ্রী সৌরভ ভট্টাচার্য পরিচয় পর্ব সারেন খেলোয়াড়দের সঙ্গে। গতকাল প্রথম খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে দাদাভাই স্পোর্টিং ক্লাব এবং রবীন্দ্র সংঘ। ব্যাট করতে নেমে রবীন্দ্র সংঘ ১৯.২ ওভারে ৮৫ রানে সবকটি উইকেট হারায়। জবাবে দাদাভাই স্পোর্টিং ক্লাবের করতে নেমে মাত্র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে জয়ের জন্য নির্ধারিত রানসংখ্যা তুলে নেয়। ম্যাচের সেরা নির্বাচিত হয় দাদাভাই স্পোর্টিং ক্লাবের দীপ রায়। অন্য খেলায় পরস্পর প্রতিযোগিতা করে নকশালবাড়ি ইউনাইটেড ক্লাব এবং শিলিগুড়ি কিশোর সংঘ। প্রথমে ব্যাট করতে নেমে নকশালবাড়ি ইউনাইটেড ক্লাব ২০ ওভারে ৭ ক্রিকেটের বিনিময় ১৬৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি কিশোর সংঘ ৮ উইকেটের বিনিময় ১৫৩ রান করে। টানটান ম্যাচে নকশালবাড়ি ইউনাইটেড ক্লাব শিলিগুড়ি কিশোর সংঘের হাত থেকে ম্যাচ বের করে নেয় এবং ১৪ রানে জয়লাভ করে। ম্যাচের সেরা নির্বাচিত হন নকশালবাড়ি ইউনাইটেড ক্লাবের রাজু সান্তাল।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)