রিচা ঘোষের অনবদ্য ৫১ রানে জিতল শিলিগুড়ি মহকুমা মহিলা ক্রিকেট দল
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ২১শে মার্চ, ২০২১: রিচা ঘোষের অনবদ্য ৫১ রান জেতালো শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ মহিলা ক্রিকেট দলকে। সিএবি পরিচালিত আন্তঃজেলা টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট টুর্নামেন্টে কলকাতার আদিত্য স্কুল অফ স্পোর্টস গ্রাউন্ডে পরস্পর প্রতিদ্বন্দিতা করে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এবং বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। প্রথমে টসে জিতে বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারের শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৩০ রান তোলে। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের হয়ে ভালো ব্যাটিং করে শ্রাবনী পাল (৪২) শ্রীলেখা রায় (২৭), এবং মমতা কিস্কু (৩৩)।শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের হয়ে ভালো বোলিং করে পুনাম সোনি। সোনি ২টি উইকেট দখল করে এবং ১টি করে উইকেট পায় নিকিতা শাহ এবং অঙ্কিতা মাহান্তা। জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ ১৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০ রানের লক্ষ্য মাত্রায় পৌঁছে যায়। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের হয়ে ক্যাপ্টেন রিচা ঘোষ দুর্দান্ত ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং অপর প্রান্তে যোগ্য সঙ্গত করেয় অঙ্কিতা মোহন্ত (৩৮)। শেষ অবধি দুজনই নট আউট থেকে যান। রিচা এবং অঙ্কিতার ব্যাটিং মাঠে উপস্থিত যারা ছিলেন সবাই উপভোগ করেন। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ ৭ উইকেটে এই খেলা জয়লাভ করে। প্লেয়ার অফ দি ম্যাচ নির্বাচিত হন রিচা ঘোষ। এই ম্যাচ জিতে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ টুর্নামেন্টে পরের রাউন্ড এ পৌঁছে গেলো।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)