শিলিগুড়ি টি২০ ক্রিকেটে বিশাল ব্যবধানে সূর্যনগরকে হারায় মিলনপল্লী স্পোর্টিং ক্লাব
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২১শে মার্চ, ২০২১: শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পরিচালনায় আন্তঃক্লাব টি২০ ক্রিকেট লিগের খেলায় আজ প্রথমে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল মিলনপল্লী স্পোর্টিং ক্লাব এবং সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন। টসে জিতে প্রথমে মিলনপল্লী ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা নির্ধারিত ২০ ওভারের শেষে ২৩৮ রান করে ৫ উইকেটের এর বিনিময়। মিলনপল্লী স্পোর্টিং ক্লাবের হয়ে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে শুভঙ্কর দে। এ ছাড়াও বিকাশ রায় ৪৬ এবং শুভদীপ ২১ রান করে। সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের হয়ে সর্বোচ্চ ২ উইকেট দখল করে অভিষেক সাহা এবং ১টি করে উইকেট প্রিয়াংশু আচার্যা এবং প্রাঞ্জল ভৌমিক। জবাবে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ব্যাট করতে নেমে ১৩০রান করে সবকটি উইকেট হারায়। সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের হয়ে ভালো ব্যাট করে সম্রাট দে (৫০) এবং কারণ গুপ্তা (২৬)। মিলনপল্লী স্পোর্টিং ক্লাবের হয়ে একটি করে উইকেট দখল করে মহঃ সেলিম, শুভম বিশ্বাস, এবং বিশাল পাশওয়ান। পরিশেষে মিলনপল্লী স্পোর্টিং ক্লাব ১০৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শুভঙ্কর দে। দ্বিতীয় খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে ভিবজিওর স্পোর্টিং ক্লাব এবং ভিএনসি। টসে জিতে ভিএনসি ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভিবজিওর ব্যাটিং করতে নেমে কুড়ি ওভারে ৬৮ রানে অল আউট হয়ে যায়। ভিএনসি’র শুভঙ্কর দে ৫ উইকেট দখল করে। জবাবে ভিএনসি ব্যাটিং করতে নেমে ৩ উইকেটের বিনিময়ে ৮.৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয়। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয় শুভঙ্কর দে।
ছবি: ফাইল