হাতির হানায় মৃত্যু হলো জলদাপাড়ার এক বাসিন্দার
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জলদাপাড়া, ২২শে এপ্রিল, ২০২১: আলিপুরদুয়ার-১ ব্লকের জলদাপাড়া পূর্ব রেঞ্জের শিসামারা বিট লাগোয়া শালকুমার-২ গ্রাম পঞ্চায়েতের উত্তর সিধাবাড়ি গ্রামে বুধবার মধ্য রাতে বুনো হাতির হানায় মৃত্যু হলো বিমল রায় ওরফে সন্টু (৪৫) নামে এক ব্যক্তির। গ্রামবাসীরা জানায়, বিমল বিয়ে করেননি। একাই একটি ঘরে থাকেন। সারাদিনের কাজ সেরে রাত প্রায় ৯ টা নাগাদ ঘুমিয়ে পড়েছিলেন, সেসময় বজ্রবিদ্যুত সহ প্রবল বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির সময় তার শোয়ার ঘরের বাঁশের বেরা ভেঙে বিমল রায় এর পা শুঁড় দিয়ে ধরে বাইরে টেনে নিয়ে গিয়ে আঘাত করার ফলেই তার মৃত্যু হয়। রাতে বৃষ্টি হওয়ায় রাতের দিকে বিষয়টি কেউ টের পাননি। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা বাড়ির সামনে বিমলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকালে বন দপ্তর ও সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আসেন জলদাপাড়া পূর্ব রেঞ্জার স্বপন মাঝি। তিনি ফেন্সিয়ের ব্যাপারে গ্রামবাসীদের আশ্বস্ত করেন। সিধাবাড়ির পঞ্চায়েত সদস্য বিদুর বিশ্বাস জানান, “ঘটনাস্থল থেকে এক কিমি দূরেই বনাঞ্চল। বন ও গ্রামের সীমানায় কোনও ফেন্সিং নেই। তাই প্রায় রাতেই বুনো হাতি এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। এজন্য এলাকাবাসীর মধ্যে ক্ষোভ রয়েছে”। রেঞ্জার স্বপন মাঝি বলেন, “গ্রামবাসীর দাবি মেনে আগামী অর্থবর্ষে ফেন্সিংও তৈরি করা হবে। বন দপ্তরের নিয়ম মেনে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে”।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)