রিচা ঘোষের ক্যাপটেইন্সিতে কুচবিহারের বিরুদ্ধে জয় পেল শিলিগুড়ি মহিলা ক্রিকেট দল
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, কলকাতা, ১৯ই মার্চ, ২০২১: সিএবি পরিচালিত আন্তঃজেলা টি-টোয়েন্টি মহিলা ক্রিকেট টুরনামেন্টে কলকাতার আদিত্য স্কুল অফ স্পোর্টস গ্রাউন্ডে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে শিলিগুড়ি এবং কুচবিহার ডিস্ট্রিক্ট স্পর্টস অ্যাসোসিয়েশনের দল। প্রথমে টসে জিতে কুচবিহার ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শিলিগুড়ির আন্তর্জাতিক মহিলা ক্রিকেট খেলোয়াড় রিচা ঘোষের নেতৃত্বে শিলিগুড়ি জেলার মহিলা ক্রিকেট টিম তাঁদের নির্ধারিত কুড়ি ওভারের শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৭৬ রান করতে সমর্থ হয়। ভালো ব্যাটিং করার সুবাদে শিলিগুড়ি দলের প্রিয়াঙ্কা কর্মী ৬০, পুনম সোনি ৪৫ রান করে। কুচবিহার জেলা দলের হয়ে ভালো বোলিং করে অনুশ্রী গুহ ২ উইকেট দখল করে। জবাবে ব্যাট করতে নেমে কুচবিহার কুড়ি ওভারে ৯ উইকেট এর বিনিময় মাত্র ৬৯ রানে আটকে যায়। কুচবিহারের হয় তেমন কোনো খেলোয়াড় রান করতে পারেনি। ভালো বোলিং করে অশ্বিনী রাজ। সে চার ওভার বল করে ২ উইকেট দখল করে ৯ রান দিয়েছে। পাশাপাশি অঙ্কিতা মহন্ত ২ উইকেট দখল করে। নিকিতা শাহ, রিচা ঘোষ এবং পুনম সোনি একটি করে উইকেট দখল করে। শেষমেশ শিলিগুড়ি জেলা মহিলা ক্রিকেট দল ১০৯ রানে কুচবিহার জেলা দলকে হারিয়ে ম্যাচে জয়লাভ করে। উইম্যান অফ দ্যা ম্যাচ ঘোষিত হয় শিলিগুড়ি দলের প্রিয়াঙ্কা কর্মী।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)