কালচিনিতে কোন দলের প্রার্থী নিয়ে খুশি নয় কেউ

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই,  কালচিনি, ১৭ই মার্চ, ২০২১: সন্মুখে বিধানসভা নির্বাচন। আলিপুরদুয়ারের সবচেয়ে নজরকাড়া কেন্দ্র কালচিনি। কারণ এই কেন্দ্রে প্রার্থী নিয়ে খুশি নয় শাসক বিরোধী দুই দলই। দিকে দিকে চলছে বিক্ষোভ। এত কিছুর মাঝেও বিদ্রোহের সুর উপজাতিদের কন্ঠে। কেন না তাদের দিকে ফিরে দেখছে না কেউই। আগের থেকেই তারা শোষিত ও বঞ্চিত। ভোট আসে ভোট যায়। প্রতিশ্রুতি পেয়েই আসছেন তারা।তাদের সংস্কৃতি এলাকার উন্নয়ন থেকে যায় সেই তিমিরেই। এই বিধানসভা নির্বাচনে নিজেদের অধিকার বুঝে নিতে বদ্ধপরিকর তারা। কালচিনির সব উপজাতি বরো, গাড়ো, মেচ, রাভা সহ অন্যান্য সমাজের মানুষেরা তাদের মনোনীত প্রার্থীকে নামাচ্ছেন ভোট যুদ্ধে। সম্মিলিত উপজাতি সমাজের প্রার্থী বিনয় নার্জিনারী। কালচিনি বিধানসভা এলাকার বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষেরা জানান যে আমাদের দীর্ঘদিনের দাবী আমাদের ভাষাকে স্বীকৃতি প্রদান, মাতৃ ভাষায় পঠন পাঠনের ব‍্যবস্থা এবং আমাদের সংষ্কৃতিকে সংরক্ষণের ব‍্যবস্থা। তবে কোনো সরকার আমাদের দাবি পূরণ করেনি। কালিচিনির বিভিন্ন উপজাতির মানুষেরা বাম জমানায় ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তাদের দাবী জানিয়েছিল। পূরণ হয়নি একটিও দাবি। এমনকি মমতা ব‍্যানার্জির কাছেও বহুবার দরবার করেছিল কিন্ত পূরণ হয়নি দাবী সন্মিলিত উপজাতি সমাজের প্রার্থী বিনয় নার্জিনারী সাংবাদিক সন্মেলন করে জানান ভোটে জয়ী হলে প্রতিটি উপজাতি সমাজের উন্নয়ন তার লক্ষ্য হবে। আলাদা আলাদা বোর্ড তৈরী করবেন তিনি। এতদিন যে বিষয়গুলি থেকে বঞ্চিত হয়েছে কালচিনির উপজাতিরা তাদের সেই অধিকার দেবেন তিনি।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!