ডাবগ্রাম – ফুলবাড়ি কেন্দ্রের প্রার্থী হওয়ার জল্পনার মধ্যেই পদ্ম শিবিরে পা রাখলেন শঙ্কর ঘোষ
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১২ই মার্চ, ২০২১: অবশেষে সব জল্পনার অবসান হল। শিবরাত্রির ঠিক পরের দিনেই বিজেপিতেই যোগ করলেন করলেন সিপিআইএম থেকে পদত্যাগ করা দাপুটে যুব নেতা তথা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর ডঃ শঙ্কর ঘোষ। গতকাল থেকেই জল্পনা বেড়েছিল যখন দার্জিলিং এর বর্তমান সাংসদ শ্রী রাজু বিস্তা ডঃ শঙ্কর ঘোষের অসুস্থ মা কে দেখতে গেলেন শিলিগুড়ির এক হাসপাতালে এবং সেই ছবি তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোষ্ট করলেন। আজ এই যোগদান পর্ব হল শিলিগুড়ির মাল্লাগুড়ি স্থিত একটি হোটেলের সভাঘরে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক শ্রী কৈলাস বিজয়বর্গীয়, দার্জিলিং এর সাংসদ শ্রী রাজু বিস্তা, শিলিগুড়ি জেলা বিজেপির সভাপতি শ্রী প্রবীণ আগরওয়াল এবং অন্যান্যরা। প্রত্যাশা মতই বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পরেই রাজ্য বাম শিবিরের বিরুদ্ধে অনেক অভিযোগ আনেন সদ্য পদ্ম শিবিরে যোগদান করা ডঃ শঙ্কর ঘোষ। দলীয় সুত্রে জানা যায় বর্তমানে হাই প্রফাইল ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিজেপির প্রার্থী হতে পারেন ডঃ শঙ্কর ঘোষ। এই কেন্দ্র থেকে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব, সিপিআইএম এর এক সময়ের দাপুটে নেতা দিলিপ সিং প্রমুখ। সংশ্লিষ্ট মহলের মত অনুযায়ী যদি ডাব-গ্রাম কেন্দ্রের প্রার্থী হন ডঃ শঙ্কর ঘোষ তাহলে অ্যাডভান্টেজ পজিশনে থাকবে বিজেপি। এর কারণ তৃনমূল এবং সিপিআই এমের দুই হেভিঅয়েট প্রার্থীর বিরুদ্ধে ইদানীং কর্মী সমর্থকদের মধ্যে দলীয় ক্ষোভ প্রকাশেই চলে এসেছিল।
ছবি: সংবাদচিত্র