‘ঐরাবত’ এর “হাতি পাঠ” উদ্যোগের লক্ষ্য মানুষ – পশু মেল বন্ধন তৈরি করা
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি)
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৬ই ফেব্রুয়ারি, ২০২১: ‘ঐরাবত’ নামক এক সংস্থা কিছু সময় ধরে হাতি এবং পরিবেশ কে নিয়ে সচেতনতা কার্যক্রম শুরু করে যার নাম রাখা হয় “হাতি পাঠ”। ঐরাবত এর উদ্যোক্তারা টিএনআই কে জানান “হাতি পাঠ” উদ্যোগ হল মুলত হাতি সমাবিষ্টত এলাকাগুলোতে বাচ্চাদের নিয়ে একটি হাতি কেন্দ্রিক একটি ধনাত্মক মনোভাব তৈরী করার প্রচেষ্টা। এই উদ্যোগের মাধ্যমে গ্রাম, চা-বাগান অঞ্চলগুলিতে হাতি, বন্যপ্রাণী ও পরিবেশ বিষয়ক আলোচনা করার প্রচেষ্টা রয়েছে তবে তা স্কুলের ক্লাসের মতো করে। “হাতি পাঠ” এর মাধ্যমে একই গ্ৰাম বা চা বাগানে চারটি রবিবার আলাদা আলাদা ভাবে হাতি ও পরিবেশ বিষয়ক আলোচনা করে ক্লাস করানো হয়। এতে দেখা যায় এই ক্লাসে শিক্ষা শুরু হয় হাতি দিয়ে, এবং ঠিক এক মাস বাদে শেষ হয় পরিবেশ, স্বাস্থ্য ও শিক্ষার প্রয়োজনীয়তা দিয়ে। এক মাস একটি গ্রাম বা চা বাগান শেষ করা হয়। এরপর অন্য একটি গ্রামে একই নিয়মে চালিয়ে যাওয়া এই হাতি পাঠ। উদ্যোগক্তাদের স্থির বিশ্বাস এই শিক্ষা যদি কিন্তু গ্ৰাম গুলির পাশাপাশি জঙ্গল অঞ্চলেও নিয়ে যাওয়া হয় তাহলে দেখা যাবে সমগ্ৰ অঞ্চল জুড়ে হাতি, পশুপাখি ও পরিবেশ নিয়ে একটি ইতিবাচক মনোভাব তৈরী হবে এই হাতি পাঠ শিক্ষার্থীদের মধ্যে। যা ঐরাবতের মূল লক্ষ্য। ‘হাতি পাঠ’ এর ক্লাসে প্রতিদিন কুইজ প্রতিযোগিতা রাখা হয়। এর জন্যে প্রজেক্টারও ব্যবহার করে হয়। প্লাস্টিকের ব্যবহার বন্ধ ও করনীয় কি, সাথে বাড়ির আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এসব ই শেখানো হয়। হাতির আলোচনা প্রতিদিন থাকে, এছাড়া চিতাবাঘ, সাপ, পাখি, আন্যন্য প্রাণী ও মাছ, গাছপালা, নদীনালা ও সাধারন ভূগোল সব কিছুই শেখানো হয়। ঐরাবত এর কার্যকরতারা জানান যে তাদের মনে হয়েছে শিক্ষা একটি পথ যা যেকোনো জায়গায় হাতি মানুষ ও মানব-পশু সংঘাত কে কম করানোর কাজে ইতিমধ্যে যেকোনো স্তরে এই রকম উদ্যোগ দরকার। তারা এটাও জানান যে সচেতনতা দরকার কিন্তু তা যেন হয় দীর্ঘ মেয়াদী।