ডুয়ার্সের তেলিপাড়ায় বনদপ্তর উদ্ধার করল ৫টি তক্ষক ও ২ পাচারকারী
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ২৮শে সেপ্টেম্বর, ২০২০: ডুয়ার্সের তেলিপাড়া এলাকায় জাতীয় সড়কে গাড়ি আটকে চালানো বিশেষ অভিযান ৫ টি তক্ষক উদ্ধার হল, গ্রেফতার হল দুই পাচারকারী। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড, সশস্ত্র সীমা বল এর ১৭ নম্বর ব্যাটেলিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিক ও কর্মীরা যৌথ অভিযান চালান। তেলিপাড়া মোড় এলাকায় এশিয়ান হাইওয়ের ৪৮ ধরে যাওয়া একটি সন্দেহভাজন মারুতি ভ্যান আটক করে তল্লাশি চালানোর সময় তক্ষক গুলি উদ্ধার হয়। তক্ষকগুলিকে পাচার করে ভুটানে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে আমিনুর হক নামে গ্রেফতার হওয়া এক অভিযুক্তের বাড়ি জয়গাঁও এলাকায়, অপর অভিযুক্ত মনোজ ঠাকুরের বাড়ি বিহারে। অভিযুক্তদের সাথে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ রয়েছে কিনা তা বনদপ্তর খতিয়ে দেখছে। এই তক্ষক গুলিকে কোথা থেকে ধরা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে বনদপ্তর। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় তেলিপাড়া সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮ এর ওপর একটি গাড়িকে আটক করা হয়। সেই গাড়ি থেকেই ৫ টি তক্ষক উদ্ধার হয়। বনদপ্তর গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সাথেই গাড়িটিকেও আটক করেছে। এই পাচার চক্রের সাথে আরোও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)