করোনার কথা তুলে স্থগিত হয়ে গেল ফালাকাটার উপনির্বাচন

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩০শে সেপ্টেম্বর, ২০২০: করোনা আবহে ফালাকাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন স্থগিত হল। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এমনটাই জানাল নির্বাচন কমিশন। তবে ফালাকাটায় উপনির্বাচনের জন্য জোরদার প্রস্তুতি শুরু করেছিল রাজনৈতিক দলগুলি। এদিন কমিশনের ঘোষণায় অবশ্য সন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলি। উল্লেখ্য, ফালাকাটা বিধায়ক শ্রী অনিল অধিকারি গত বছরে ৩১ অক্টোবর প্রয়াত হন। তারপরের থেকেই ফালাকাটা আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়ে। আগামী নভেম্বরের মধ্যে ফালাকাটায় উপনির্বাচন হতে পারে ধরে নিয়ে কয়েকমাস থেকেই জোরদার প্রস্তুতি শুরু করে রাজনৈতিক দলগুলি। তবে এদিন কমিশনের ঘোষণায় আপাতত সব দলের রাজনৈতিক কর্মসূচির গতিবিধি অনেকটাই কমে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির জেলা সাধারণ সম্পাদক দীপক বর্মণ বলেন, “এরফলে তৃণমূলের সুবিধে হল। তৃণমূল সরাষ্টৃমন্ত্রক কে দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি করেছে রাজ্যের করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন সম্ববত নয়। তবে নির্বাচন যখনই হোক জিত বিজেপির হবে এবং আমরা প্রস্তুত”। সিপিএম এর ফালাকাটা সম্পাদক শ্রী নেপাল গোপ বলেন “আমরা প্রস্তুত ছিলাম। নির্বাচন যখনই হোক আমরা প্রস্তুত আছি। তৃণমূলের ফালাকাটা ব্লক সাধারণ সম্পাদক শ্রী রতন সরকার বলেন “বিধানসভা নির্বাচন জাতীয় নির্বাচন পরিচালনা করে। বিজেপির নিশ্চিত হার জেনেই তারা কেন্দ্র কে দিয়ে নির্বাচন স্থগিত করাল। এখন প্রতিদিন প্রচুর বিজেপির নেতৃত্ব তৃণমূলে যোগ দিচ্ছে। ওদের আর কোন নেতা নেই। আছে কয়েকজন মাতাল, গাঁজাখোর। এদের দিয়ে কি দল চলতে পারে!”

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!