ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন হল ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৭শে সেপ্টেম্বর, ২০২০: প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লেখক, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, ভারতীয় নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন হল ফালাকাটায়। এদিন ফালাকাটা সিএলআরসি অফিস প্রাঙ্গণে এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করল। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তার প্রতি শ্রদ্ধা জানান অফিসের কর্মীবৃন্দ এবং সুভাষ গার্লস স্কুলের শিক্ষিকাবৃন্দ। বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি ফালাকাটার পক্ষ থেকে সকাল সাতটায় প্রভাতফেরি করা হয়। প্রভাত ফেরিটি ফালাকাটা টাউন ক্লাব থেকে শুরু হয়ে, শহর পরিক্রমা করে পুনরায় ফালাকাটা টাউন ক্লাব এসে শেষ হয়। ছাত্র-যুব, মহিলা, অভিভাবক ইত্যাদি এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি শ্রী প্রদীপ কুমার সান্যাল, উপদেষ্টামণ্ডলীর সদস্য পীযূষ কান্তি শর্মা, সহ-সম্পাদক শ্রী তিরানা প্রসাদ সাহা, শ্রীমতী কাকলী ভদ্র সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)