ফালাকাটায় জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে রাস্তায় গনজাগরন মঞ্চ
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৩০শে অগাস্ট, ২০২০: করোনা মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে জেলা জুড়ে কাজ করছে গনজাগরন মঞ্চ। তার অঙ্গ হিসেবে মঞ্চের পক্ষ থেকে ফালাকাটা ট্রাফিক চৌপথী ও মেন রোড স্যানিটাইজ করা হয়। পথচলতি মানুষের হাতে মাস্ক ও হেভ ক্যাপ তুলে দেওয়া হয়। পরবর্তীতে মেন রোডের ফুটপাতে ফাস্ট ফুড দোকানদারদের স্বাস্থ্য বিধির প্রয়োজনীয় হেড ক্যাপ পড়িয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ প্রায় ১৫০টি টোটো স্যানিটাইজ করে দিয়ে টোটো চালকদের হাতে মাস্ক ও হেভ ক্যাপ প্রদান করা হয় এদিন। এই কর্মসূচিতে সামিল হয়েছে আলিপুরদুয়ার গনজাগরন মঞ্চের সচিব বাবুন দাস, কোষাধ্যক্ষ নবকুমার ভট্টাচার্য, সদস্য নেপাল সূত্রধর ও সুমিত দেবনাথ। মঞ্চের সভাপতি ডঃ প্রবীর রায় চৌধুরী জানান, নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় দরকার অযথা আতঙ্কিত না হয়ে কোভিড-১৯ প্রোটোকল মেনে প্রত্যেকে চলা। বলতে দ্বিধা নেই অনেকের মধ্যে সচেতনতার অভাব এখনও দেখা যাচ্ছে। সেই কারণে গনজাগরন মঞ্চ মার্চ মাসে থেকে জেলা জুড়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচার চালাচ্ছে। আজকে ফালাকাটায় এই কর্মসূচি সংগঠিত করা হয়।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)