শিলিগুড়ির ভক্তিনগর কে নিয়ে শিলিগুড়ি মেট্রপলিটন আদালত করবার দাবী

আর. সুব্রত (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৩রা সেপ্টেম্বর, ২০১৮: শিলিগুড়িতে মেট্রপলিটন আদালত এর দাবী প্রায় দীর্ঘ দিনের। এই নিয়ে শিলিগুড়িতে বহুবার প্রতিবাদ আন্দোলন করেছে শিলিগুড়ি বৃহত্তর নাগরিক মঞ্চ। আজ এক সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে আলোকপাত করা হল শিলিগুড়ি বৃহত্তর নাগরিক মঞ্চর পক্ষ থেকে। উল্লেখ্য শিলিগুড়িতে ২০১২ সালে পুলিশ কমিশনারেট তৈরি হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মেট্রপলিটন আদালত তৈরির কোন পরিকল্পনা হয়নি। এই সমস্যায় পড়েছে শিলিগুড়ির যে সমস্ত এলাকা জলপাইগুড়ি জেলায় পড়ছে সেই সব মানুষদের। যে কোন মামলার জন্যে এই শহর ছেড়ে ৫০ কিমি দূরে জলপাইগুড়িতে যেতে হয়। আজ এই সমস্যার কথা সংবাদ মাধ্যম কে জানান শিলিগুড়ি বৃহত্তর নাগরিক মঞ্চর সম্পাদক আইনজীবী শ্রী রতন বনিক। তিনি বলেন যে এই রকম ব্যাবস্থা একবারেই বৈধ নয়। শিলিগুড়ির ভক্তিনগর এলাকার মানুষ কে যেতে হচ্ছে ৫০ কিমি দূরে। এর জন্যে তাদের সময় ও খরচ দুটোই বেশি দিতে হচ্ছে। তিনি আরও বলেন মঞ্চের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন যেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধিনে আরও ৩টি থানা নেওয়ার সময় যেন শিলিগুড়িতে মেট্রপলিটন আদালত তৈরি করবার পরিকল্পনা নেওয়া হয়।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!