বামফ্রন্টের ছাত্র যুব সংগঠনের ফালাকাটায় বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করল
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২৮শে অগাস্ট, ২০২০: সরকারের নয় দরকারে আমরা আছি এই চিন্তা ভাবনা নিয়ে বামফ্রন্টের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে ফালাকাটার বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হলো। করোনা আবহে চলছে লকডাউন, তার মধ্যেই ফালাকাটায় করোনা সংক্রমিত বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হলো বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীরা। এদিন বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকার জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি তারা সচেতন মূলক প্রচার চালিয়ে গেল, যে করোনা আবহে কেউ বাড়ি থেকে বের হবেন না, সকলে ঠিকঠাকমতো মাক্স ব্যবহার করবেন। অযথা বাইরে ঘুরাঘুরি করবেন না। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবেন না। বাইরে বের হলেই মাক্স অবশ্যই পড়বেন এবং কিছুক্ষণ পর পর হাত জীবাণুনাশক স্প্রে দিয়ে হাতি ভালো করে অথবা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এই প্রচার করা হয় তাদের পক্ষ থেকে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)