ময়নাগুড়িতে বাইক – ট্রাক পথ দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুড়ি ১৩ই মার্চ ২০১৮: মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের বালাসান পদমতী ১নং অঞ্চল সংলগ্ন সার্ক রোডে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা যায় বালাসান সংলগ্ন রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি বাইক সজোরে ট্রাকের পিছনে ধাক্কা মারে। সাথে সাথে ছিটকে রাস্তায় পড়ে যায় বাইক আরোহি ও চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ময়নাগুড়ি দমকল ও পুলিশ বাহিনী। মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহের নাম জানার চেষ্টায় আছে পুলিশ। দমকলের পক্ষ থেকে জানানো হয় যে স্থানীয় লোকেদের দেওয়া খবরেই তারা ঘটনাস্থলে এসেছেন। এসে তার লক্ষ করে দুজন ব্যক্তি দুর্ঘটনায় মৃত। এরপর ময়নাগুড়ি থানার থেকে পুলিশ বাহিনী আসে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)