ফালাকাটায় আজ করম পুজা আর মহরমের প্রশাসনিক বৈঠক সম্পন্ন হল

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা ২৪শে অগাস্ট, ২০২০: সোমবার ফালাকাটা বিডিও অফিসের কনফারেন্স হলে আসন্ন মহরম ও করম পূজা উপলক্ষে প্রশাসনিক বৈঠক হলো। উপস্থিত ছিলেন বিডিও সুপ্রতিক্ মজুমদার, ফালাকাটা থানার আইসি দেবদত্ত ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা, সংখ্যালঘু সেলের আলিপুরদুয়ার জেলা সভাপতি আব্দুল মান্নান সহ ব্লকের বিভিন্ন মহরম ও করম পূজা  কিমিটির সদস্য এবং রাজনৈতিক দলের প্রতিনিধিগণ। বৈঠকে করোনা সংক্রমণের কারণে এবার ফালাকাটায় সরকারি নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে মহরম ও করম পূজা পালনের আহবান জানানো হয়। এদিনের প্রশাসনিক বৈঠকে প্রশাসনের তরফে ধর্মীয় উৎসব পালনে সব রকম সতর্কতা ও সামাজিক দূরত্ব অবলম্বনের কথা বলা হয়। এর পরিপেক্ষিতে বৈঠকে মহরম কমিটি গুলি জানায় যে, মহরমে যে ধর্মীয় আচার আচরণ গুলি সামাজিক দূরত্ব মেনে করা সম্ভব সে গুলি তারা করবেন, তাছাড়া বাকি সব আচার আচরণ থেকে এই বছর বিরত থাকবেন তারা। অন্য দিকে করম পূজা কমিটিও সামাজিক দূরত্ব মেনেই সমস্ত আচার সম্পূর্ণ করবেন বলে জানান।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!