ফালাকাটা পুরসভা উন্নিত হওয়ায় কর্মহীন হল এলাকার কয়েকশ বাসিন্দা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৩০শে জুলাই, ২০২১: ফালাকাটা পুরসভায় উন্নীত হওয়ার সাথে সাথেই কাজ হারালো ফালাকাটা পুর এলাকার কয়েকশো মানুষ। গত ৬ই জুলাই ফালাকাটার কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত হয় ফালাকাটা পুরসভা। সেদিন থেকেই গ্রামীণ এলাকায় যে সকল পঞ্চায়েতে কাজকর্ম চলছে ১০০ দিনের কাজ থেকে সমস্ত কিছুই সেদিন থেকে বন্ধ হয়ে যায় সরকারি নিয়ম অনুযায়ী। এর ফলে কর্মহীন হয়ে পড়ে কয়েকশো এলাকার বাসিন্দা। কাজের দাবিতে তারা আন্দোলন শুরু করে। ফালাকাটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/৩৫ ও ১৩/৩৬ নম্বর অংশ ফালাকাটা পুর এলাকার মধ্যে স্থানান্তরিত হওয়ার ফলে এই এলাকার প্রচুর বাসিন্দা যারা ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা কর্মহীন হয়ে পড়েন। গত মঙ্গলবার দিন তারা ১০০ দিনের কাজের দাবিতে এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ি গিয়ে কাজের দাবিতে আন্দোলন শুরু করেন। আন্দোলনকারী অষ্টমী গোপ এর প্রশ্ন “পুরসভা খায় না মাথায় দেয়। বুড়া হয়ে গেছি আমাদের কাজ চাই, কাজ লাগবে। পুরসভা হয়ে আমাদের কাজ চলে গেছে। কাজ না করলে খাব কি? ঋণ করে সংসারে দিয়েছি। এখন কাজ চলে গেছে কি করে সেই ঋণ শোধ করব?” একই বক্তব্য কর্মহীন আরতি সিং, বিষমা সরকার দের।

এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী অর্জুন বর্মণ বলেন, “পুরসভা জন্য কাজ বন্ধ করেছে করুক কিন্তু দূচার মাস সময় দিয়ে কাজটা বন্ধ করতে পারত। আমাদের একশন প্লানের যে সকল কাজ ধরা আছে সেগুলো করার সুযোগ দিয়ে তার পর বন্ধ করতে।তাহলে এই এত শ্রমিক কর্মহীন হয়ে পরতো না। কাজ বন্ধ হওয়ায় আজ এরা আমার বাড়িতে এসেছে কাজের দাবিতে। আমি এবিষয়ে বিডিও কে জানাব। আমার অংশ পুরসভা এলাকায় পরে যাওয়ায় আমার আর পদ নেই তবুও এই বিষয়টি আমি তাদের জানাব”।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!