জোড়তোড় প্রচার শুরু করলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী জন বারলা

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, আলিপুরদুয়ার ২৪শে মার্চ, ২০১৯: আমি যখন ডুয়ার্স নিয়ে আন্দোলন শুরু করি তখন দিদি আমায় ফোনে বলেছিল জন তুই এখানে চলে আয় তোকে আমি টাকা দেব লালবাতির গাড়ি দেবো আরো বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবেl কিন্তু আমি দিদিকে বলেছিলাম আমার ওসব কিছু চাইনা আমার দেশের উন্নতি লাগবে দশের উন্নয়ন লাগবে জনগণের উন্নয়ন লাগবে এখানকার যুবকদের রোজগার লাগবে এবং বন্ধ চা বাগান খুলে চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়াতে হবে এবং তাদের সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দিতে হবেl যুবকরা কাজের জন্য বাইরে চলে যাচ্ছে, কাজের জন্য যাতে বাইরে যেতে না হয় তার জন্য কল কারখানা করতে হবেl আপনারা কেউ ভয় পাবেন না পঞ্চায়েত ইলেকশনের সময় আমি ৪৫ দিন জেল খেটেছি, জেলের ভয় পাবেন না আমি আপনাদের সঙ্গে সব সময় আছি, আপনাদের পাশে আছি আমি এখান থেকে জিতে সাংসদ হলে জেল পুলিশ আদালত সবকিছু আমার হবে আপনারা কিছু ভয় পাবেন না আমি আপনাদের সাথে সব সময় থাকবো আমি সাংসদ হয়ে পিছনে বসে ঘুমোবার পাত্র নই আমি দশের এবং আমার এই জেলার উন্নয়নের জন্য আমি কাজ করে নিয়ে আসবো এখানকার সমস্যা তুলে ধরে তার সমাধান অবশ্যই করবো আপনারা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রচার করুন সবাই মোদিকে ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে শুধু আমাদের তাদের আমন্ত্রণ জানানো দরকারl সবাই মিলে এবং আমাদের মহিলা কর্মীদের নিয়ে গিয়ে বাড়ির গৃহবধূদের বোঝানl এভাবেই কর্মীদের আশ্বস্ত করলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জন বারলাl আজ ফালাকাটায় দুটি কর্মী সভা ও একটি পাটি অফিস উদ্বোধন করে এই বক্তব্য রাখলেনl প্রথমে ফালাকাটা ১৪ নম্বর বুথের বুথ কমিটির সভাপতি মনীন্দ্র চন্দ্র দেব মহাশয়ের বাড়িতে প্রথম কর্মীসভা করেন এবং সেখান থেকে ১৫ নম্বর বুথে গিয়ে অরবিন্দ পাড়ায় একটি কর্মীসভা করেন এরপর ফালাকাটার রবীন্দ্রনগর বিজেপির বুথ কমিটির পার্টি অফিস উদ্বোধন করেনl ফালাকাটায় দুটি বুথ কমিটির কর্মী সভায় দেড় শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করেন তার হাত ধরে, এরপর তিনি ফালাকাটা থেকে জয়গাঁও উদ্দেশ্যে রওনা দেন, যাওয়ার সময় তিনি বলে যান রাত আটটায় ফালাকাটার ১০ মাইল এ দুটি কর্মী সভা আছে ও জয়নিং আছে তাতে দু জায়গাতে দুই শতাধিক পরিবার বিজেপিতে যোগদান করবেl আলিপুরদুয়ার কেন্দ্রে আমরা জিতে আছি শুধু ফালাকাটা আর হলো তুফানগঞ্জ এই দুটি বিধানসভা কেন্দ্রে জিতেছিল এর আগেরবার তৃণমূল এবার এই দুটো সেটাও আমরা বিপুল ভোটে লিড দেবl এখন চলছে মারামারির রাজনীতি সবাই এখন মোদি সরকার যাচ্ছে যাচ্ছে উন্নয়ন আচ্ছে দিন আগে হেl বিজেপি সরকারি আসবে রাজ্যের উন্নয়ন নিয়ে দেশের উন্নয়ন নিয়ে এবং বেকার সমস্যা দূর করতে। যারা বলছে আগামীতে বাঙালি প্রধানমন্ত্রী চাই তারা ভুল বোঝাচ্ছে কারণ তৃণমূল শুধু পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গের ৪২টি সিট এ যদি যেতে ও তাও কোন মতেই দিদি প্রধানমন্ত্রী হতে পারবে না প্রধানমন্ত্রী হবে একমাত্র নরেন্দ্র মোদি তাই প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে বিজেপিকে বিপুল ভোটে জিতে এলাকার উন্নয়ন কে অব্যাহত রাখতে যেটা নই এখন মূল লক্ষ্য।

ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!