উত্তর দিনাজপুরে টিএমসির প্রচারে এসে দার্জিলিং নিয়ে বিজেপিকে কটাক্ষ শুভেন্দুর
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা ২৪শে মার্চ, ২০১৯: “পরিযায়ী পাখির মতোও না আর ডুমুরের ফুল তাও বছরে দু একবার দেখা যায় কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে এলাকায় দেখাই যায়নি” দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে উত্তর দিনাজপুরের চোপড়ায় জনসভা করতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা উত্তর দিনাজপুর তৃনমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। চোপড়া হাইস্কুল মাঠের নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাই, বিহারের কিসনগঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাভেদ আখতার, জেলা তৃনমূল সভাপতি অমল আচার্য, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানিসহ জেলা তৃনমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দার্জিলিং এর বিচ্ছিন্নতাবাদী কিছু দল পাহাড়ের মানুষকে ভূল বুঝিয়ে পাহাড়ের উন্নয়নকে থমকে দিয়েছিলেন। প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করার পাশাপাশি একজন পুলিশ অফিসারকে খুন করেছিল। তৃনমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পাহাড়ে শান্তি এসেছে উন্নয়নের জোয়ার বইছে। যারা বাধা সৃষ্টি করেছিল আজ তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারের লোকসভা নির্বাচনে পাহাড়ের বাসিন্দা এলাকার বিশিষ্ট ব্যাক্তিত্ব অমর সিং রাইকে প্রার্থী করা হয়েছে। সমতলসহ পাহাড়ের উন্নয়নের ধারা বজায় রাখতে তৃনমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাইকে ভোট দেওয়ার আবেদন জানান মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এদিন দলীয় প্রার্থী অমর সিং রাইকে চোপড়া থেকে ৫০ হাজার ভোটের লিড দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)