উত্তর দিনাজপুরের চোপড়ায় সদ্ভাবনা ভবনের উদ্বোধন হল
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, চোপড়া, ৬ই মার্চ, ২০১৯: উত্তর দিনাজপুর জেলার চোপড়া গ্রাম পঞ্চায়েতের দিঘী কলোনিতে সদ্ভাবনা ভবনের উদ্বোধন করলেন চোপড়ার বিডিও জুনায়েদ আহমেদ। সদ্ভাবনা ভবন উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আজাহার উদ্দিন, চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান করণ মার্ডি, যুব নেতা জাকির আবেদিন সহ আরও অনেকে। জানা গিয়েছে, মোট ৬৬ লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মিত হয়েছে। এই ভবনটি নির্মিত হওয়ার ফলে আশেপাশের গ্রামের মানুষদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান স্বল্প ব্যয়ে অনুষ্ঠিত করতে পারবে এবং বিভিন্ন ধরনের সরকারি সভা সমিতি এখানে করা সম্ভব হবে। এই ভবনের ফলে উপকৃত হবে চোপড়াবাসী। চোপড়ার বিডিও জুনায়েদ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে চোপরাবাসীর এই ধরনের একটি ভবনের দাবী ছিল। সদ্ভাবনা ভবনের শুভ সূচনায় সভা সমিতির আয়োজনে নতুন পথ খুলে গেল।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)