এস.জে.সি বনাম উত্তরবঙ্গ সংবাদের বন্ধুত্বের ক্রিকেটে ৫৬ রানে জিতল এস.জে.সি
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯: গতকাল শিলিগুড়ির দাদাভাই মাঠে এক ফ্রেন্ডশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব আর শিলিগুড়ির ঐতিহ্যবাহি সংবাদ সংস্থা ‘উত্তরবঙ্গ সংবাদ’। বলা যেতে পারে এটি ছিল টি২০’র এক মিনি ভার্সান অর্থাৎ ১৬ ওভারের ম্যাচ। খেলা শুরু হওয়ার আগে দুটি টিমের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সম্পন্ন করেন উত্তরবঙ্গ সংবাদের জি.এম শ্রী প্রলয় চক্রবর্তী মহাশয়। প্রথমে টসে জিতে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব প্রত্যাশা মতই ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ১৬ ওভারে ১৬২ রানের পাহাড় গড়ে তোলে।
শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে উল্লেখযোগ্য রান করে শুভদীপ রায় নন্দী (৪৮)। অন্যভাবে বলা যেতে পারে এক ঝড়ো ইনিংস খেলে শুভদীপ। জবাবে উত্তরবঙ্গ সংবাদ ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে সক্ষম হয়। পর্যালোচনা করে বলা যায় যে অল আউট হতে হতে বেঁচে যায় উত্তরবঙ্গ সংবাদ। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব ৫৬ রানে জয়লাভ করে। উত্তরবঙ্গ সংবাদের পক্ষ থেকে দারুন বল করে শুভঙ্কর সরকার। সে ৩০ রান দিয়ে বিপক্ষের ৫ উইকেট দখল করে। বিজয়ী দলকে সুহাসচন্দ্র তালুকদার স্মৃতি চ্যাম্পিতন্স ট্রফি তুলে দেন উত্তরবঙ্গ সংবাদের মুখ্য সম্পাদক এবং কর্ণধার শ্রী সব্যসাচি তালুকদার।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)