প্রধানমন্ত্রী ২৬শে ফেব্রুয়ারি দিল্লীতে উদ্বোধন করতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ভগবৎ গীতা
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, নতুন দিল্লী, ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯: ইস্কন সংস্থা ভারতবর্ষে এবং সারা বিশ্বে ধার্মিক এবং সামাজিক কার্যকলাপে নিযুক্ত থাকে। এমনি এক প্রচেষ্টা যাকে বলা হচ্ছে ‘স্তম্বিত ভগবৎ গীতা’, সেটাই বিশ্বের দরবারে আগামী ২৬শে ফেব্রুয়ারি আনতে চলেছে ইস্কন। এই প্রচেষ্টার উদ্বোধন করতে চলেছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মদী মহাশয়। এই উদ্বোধনের স্থান ইস্কন মন্দির সাংস্কৃতিক কেন্দ্র, পূর্ব কৈলাস, দিল্লী। ইস্কনের তরফ থেকে এক প্রেস বার্তায় এই তথ্য টী.এন.আই কে জানানো হয়েছে। প্রেস বার্তায় আরও জানানো হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী কে স্বাগত জানাবেন মায়াপুর ভক্তি বেদান্ত গুরুকুলের ছাত্ররা, এবং ইস্কেনের জাতীয় ও আন্তর্জাতীয় ভক্তরা। এই মহাগ্রন্থ অর্থাৎ ‘স্তম্বিত ভগবৎ গীতা একটি শ্রেষ্ঠ অবদান যার পরিমাপ ২.৮ মিটার এবং প্রস্থে ২ মিটার। এটির ওজন ৮০০ কেজি। এর কারনে এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম গীতা হিসেবে প্রকাশিত হতে চলেছে। এতে রয়েছে ৬৭০ পৃষ্ঠা এবং সবেতেই রয়েছে ৭০০ সংস্কৃত শ্লোক। এর সাথে সাথে রয়েছে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ভাষ্য। এছারাও এই বইটিতে ১৮ নিদারুন ছবি এবং ১৮টি উদ্ভাবনী নকশা রয়েছে। এই বইটি ইটালির মিলানে ইউপো সিন্থেটিক কাগজে ছাপানো হয়েছে। এর ফলে এই বইটি যেমন ছেড়া যাবে না, তার সাথে এটি জলে ভিজে নষ্ট হবে না। উদ্বোধনের দিন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত সকল স্রোতাদের সম্বোধন করবেন যাদের মধ্যে থাকবেন আধ্যাত্মিক গুরু, কূটনীতিজ্ঞ, সমাজ কর্মী এবং ইস্কনের ভক্ত বৃন্দরা।
ছবি: ইস্কন, নতুন দিল্লী